My Journey

Document

সময়টা ২০২২! আজ থেকে তিন বছর আগের কথা। আমি একজন নতুন মা হতে চলেছি তখন। একটু একটু করে আমার দৈনন্দিন জীবনযাপন পরিবর্তন হতে শুরু করলো। আমার খাদ্যাভ্যাস থেকে _ঘুম সমস্ত কিছু। এসবের মধ্যেই বড় পরিবর্তন আসতে শুরু করল আমার শরীরের! মাতৃত্বের এই জার্নিতে আমি নিজেকে নতুন ভাবে যেভাবে আবিষ্কার করতে শুরু করলাম ঠিক সেভাবেই নানাভাবে আবিষ্কার করলাম যে এই জার্নিটা খুব একটা সহজ নয়। এই জার্নি তে শুধু একজন মা যেভাবে সাফার করেন সেটা তো অবশ্যই তার একার। কিন্তু এই সময় একজন মায়ের সব রকম খেয়াল বা কেয়ার টা করা ভীষণ জরুরি। তবে তার পরিবার থেকে শুরু করে সেখানে সমাজেরও দায়বদ্ধতা রয়েছে। আমি খেয়াল করলাম আমাদের দেশে এক জন মহিলার প্রেগন্যান্সির সময় যে-সব রকম প্রয়োজনীয়তা দরকার হয় তার কোনো কিছু নিয়েই আমরা আসলে ঠিকভাবে গুরুত্ব দেই না। শুধু ডাক্তারের কাছে কয়েকটা হাজিরা চেকআপ আর শরীর পরিবর্তনের সময় একটা মুখস্থ কাপড় (ম্যাক্সি) দিয়েই আমাদের দেশের অধিকাংশ মায়েদের মাতৃত্বকালীন জার্নিটা শেষ করা হয়। কিন্তু এই কঠিন সুন্দর মাতৃত্ব যে একজন মা দারুণ ভাবে উপভোগ করতে পারেন সেটা আমরা একটু সচেতন হলেই নিশ্চিত করতে পারব।

আমার মনে পরে, আমার বেবি বাম্প নিয়ে আমি সমস্ত শপিং মল ঘুরেছি। এক জায়গা থেকে এটা তো অন্য জায়গায় থেকে ওটা কিনে আনতে হয়েছে। তা ও যদি সঠিক জিনিসটা পেতাম! ব্রেস্টফিড করার যে ব্রেস্টফিডিং ব্রা আছে সেটাও তো দোকানে জানে না। অনেক খুঁজে বনানীর একটা দোকানে পেয়েছি সেটাও একটা বড় ব্র্যান্ডের রেপ্লিকা পিস দিলো ৪ হাজার ৯০০ টাকায়! আমি প্রেগন্যান্সি তে যে সমস্ত কাপড় পরেছি সেগুলো আমাকে বানিয়ে নিতে হয়েছে। নিউবর্ন এর জন্য কোনো স্বাস্থ্য সম্মত পিলো বা মাথার বালিশ পাওয়া যায় না। বাড়ির বড় বা মুরুব্বি কেউ থাকলে কাপড় দিয়ে গেল মতন কিছু একটা বানিয়ে দেয় যেটার নাম বিরা। কিন্তু আমার তো কেউ ছিল না বা আমার মতন অনেকেই এসব নানান ধরনের জিনিসপত্র নিয়ে সাফার করেন প্রতিনিয়ত। আমি এবার সেসব নারীদের শরীর এর যত্ন নিতে যাচ্ছি যারা নতুন শরীরের জন্ম দেয়। তাই আমার এই প্রতিষ্ঠানের নাম দিলাম “বডি”। একজন সুস্থ শিশুই আগামীর দিন। বডি সমস্ত মা এবং শিশুর একমাত্র আস্থার নাম হবে ইনশাআল্লাহ।

বডি আপনার জন্য যে সমস্ত নিশ্চিত করতে যাচ্ছে-পেরিনেটাল কেয়ার
  • রেগুলার চেকআপ
  • নিউট্রিশন গাইডেন্স
  • পেরিনেটাল টেস্ট
  • ইমোশনাল সাপোর্ট

পোস্ট-পার্টম রিকভারিঃ
  • ফিজিক্যাল রিকভারি
  • ইমোশনাল সাপোর্ট
  • লেকটেশন কনসালটেশন
  • নিউ বর্ন কেয়ার

লেকটেশন কনসালটেশন
  • ব্রেস্টফিডিং সাপোর্ট
  • ফর্মুলা ফিডিং
  • পার্সোনালাইজড কেয়ার
  • প্রবলেম সলভিং

মাতৃত্ব হোক উদযাপনের। Let’s grow up as Mother with Pori #BODY